• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৮ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
১৫৯ উপজেলাকে গৃহ-ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী টিউলিপ চাষ করে ৪০ হাজার টাকার চেক পেলেন নারী চাষিরা পূর্ণাঙ্গ কমিটি পেল গাইবান্ধা জেলা আ.লীগ ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সজাগ সরকার ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে মিলবে অনলাইনে: রেলমন্ত্রী

ছেলের অত্যাচারে অতিষ্ঠ, হাজতে দিতে ইউএ‌নও’র কাছে আবেদন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক মা ছেলেকে জেলহাজতে পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়।

সোমবার সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএ‌নও) কার্যালয়ে হাজির গিয়ে লিখিত আবেদন করেন ভুক্তভোগী মা। ঐ মায়ের নাম আলেতন বেগম। তিনি ফুলছড়ি উপজেলার পশ্চিম উদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

আলেতন বেগম জানান, ঢাকায় ইট ভাটায় কাজ করে তিনি ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এরপর তাকে বি‌য়েও দেন। তবে আল আমিন এরপর নেশাগ্রস্ত হয়ে পড়েন। নেশাগ্রস্ত হয়ে বউকে অত্যাচার করায় তার সংসার ভেঙে গেছে। আল আমিনের নেশার টাকা জোগাড় করতে তার বৃদ্ধ বাবাকে এখনো কাজ করতে হয়।

তিনি আরো জানান, নেশার টাকা না দিতে পারলে আল আমিন তাদেরকে মারধর করেন। এখন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং তাকে ভালো করার জন্য জেলহাজতে দিতে চান।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –