• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সারা দেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

সারা দেশে রাতের তাপমাত্রা বাড়াতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। এদিন দেশের উত্তরের জেলা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
  
সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টির বিষয়টি জানিয়ে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে সোমবার শেষ রাত থেকে পরদিন সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –