• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে আরাফাত হোসেন নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া আরাফাত হোসেন ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে থেকে খেলা করছিল শিশু আরাফাত।  এসময় সবার অজান্তেই সে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পানিতে বড় কিছু একটা পড়ার শব্দ টের পায় পরিবারের সদস্যরা।  পরে তারা দ্রুতই পুকুরের পানিতে নেমে শিশুটিকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা নবকান্ত বর্মন শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –