• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু 

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রফিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ রফিক ওই এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

তেতুঁলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকার মোহাম্মদ নিয়াজিত খন্দকার জানান, রবিবার বিকেলে রফিক আমার বেগুন ক্ষেতে কীটনাশক স্প্রে করে। পরে সে আমার বাসার গরুগুলোর জন্য ঘাস কেটে সেগুলোর নেয়ার জন্য চা বাগানের সেচপাম্প ঘরে রাখা তার বাইসাইকেলটি আনতে যায়। পুরো সাবমারসিবল সেচপাম্প ঘরটি টিনের বেড়া থাকায় পুরো ঘরটি বিদ্যুৎতায়িত হলে থাকলেও টের পায়নি সে।

এসময় সে বাইসাইকেলে হাত দেয়া মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে ওই এলাকা দিয়ে যাওয়া দুই নারী তাকে শুকঁনো বাশেঁর সাহায্যে তাকে উদ্ধার করে।  পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবারের সদস্যরা কোন ধরনের অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –