• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১  

পঞ্চগড়ে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের পৌরভবন সংলগ্ন হানিফ পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের পেশকারপাড়া বাজারঘাটা এলাকার কবির হোসেন, তার স্ত্রী জোবাইদা বেগম, মেয়ে সুমাইয়া, কুতুপালং ক্যাম্পের ফয়জুল ইসলাম, তার স্ত্রী রেনু আরা বেগম, তাদের পাঁচ সন্তান দ্বীন ইসলাম, উম্মে হাবিবা, উম্মে কুলসুম, উম্মে হারেজা ও নজরুল ইসলাম এবং ফয়জুলের চাচাতো ভাই আবু তাহের।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ওই দুটি পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান ঘুরে পঞ্চগড়ে যান। সেখানে কোথাও আশ্রয় না পেয়ে বৃহস্পতিবার বিকেলে তারা চট্টগ্রাম যাওয়ার জন্য জেলা সদরের পৌরভবন সংলগ্ন হানিফ কাউন্টারে যান। চট্টগ্রাম যাওয়ার জন্য তারা ছয় হাজার টাকায় ৬টি টিকিট সংগ্রহ করেন। এরই মধ্যে গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় জানান।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, আটককৃত দুটি রোহিঙ্গা পরিবারের ১১ জন সদসস্যকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের পুলিশ পাহারায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –