• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দুই বছর পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের ভারত যাতায়াত চালু     

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২  

মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত শুরু হয়েছে। এখন থেকে এ রুট ব্যবহার করে যে কেউ ভারতে ভ্রমণ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে এবং বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে ভিসাধারীরা এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, দীর্ঘ দুই বছরের বেশি সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ ছিল। এ রুটে ২০২২ সালে যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট উল্লেখ থাকবে তারা ভারতে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আজ থেকে ভিসা আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এজন্য নতুন ভিসায় এ রুট উল্লেখ থাকলে যে কেউ এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –