• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে ভূগর্ভস্থ পানিতে ঘরের মেঝে ভিজে উঠছে  

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২  

পঞ্চগড়ে কয়েকটি এলাকায় বাড়ির ঘরের মেঝে ভিজে উঠছে ভূগর্ভস্থ পানিতে। কোনো কোনো ঘরের মেঝেতে এভাবে পানি জমছে। হঠাৎ এমন ঘটনায় বিস্মিত ভুক্তভোগীরা, অনেকে অজানা আতঙ্কে ভুগছেন বলে জানিয়েছেন। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এমন ঘটছে। এর আপাতত কোনো সমাধান না থাকলেও আতঙ্কের কিছু নেই।

পৌর শহরের ডোকোরোপাড়া এলাকার আইনজীবী আনোয়ারুল ইসলাম খায়েরের বাড়ির ঘরের মেঝে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ভিজে উঠতে থাকে। পরিবারের লোকজন প্রথমে কিছু বুঝতে পারেননি। এক ঘণ্টার মধ্যে মেঝেতে পানি জমতে শুরু করলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের বাড়ির মেঝেগুলোতেও এভাবে পানি ঝমতে দেখা যায়। অনেক ঘরের মেঝেতে প্রায় ১ সে.মি. পরিমাণ পানি জমতে দেখা যায়। 

আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, আশপাশের কয়েকটি বাড়ির মেঝেতে পানি উঠতে দেখে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। অনেকে কমেন্টস করেছেন তাদের বাড়িতেও একই অবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই হয়তো এমন ঘটনা ঘটছে। 

এ ঘটনায় আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আবহাওয়া উচ্চ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের মাটির নিচে অনেক পাথর, বালি থাকার কারণে ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে গেছে। সেই তুলনায় উপরিভাগের তাপমাত্রা কম। অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটির নিচের পানি উপরিভাগে উঠে আসতে পারে। এমন ঘটনা পাকা বাড়িতেই বেশি দেখা যাবে। 

বর্তমানে পঞ্চগড়ের ভূগর্ভে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উপরিভাগে বিরাজ করছে ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ঘটনা ঘটছে বলে জানান জিতেন্দ্র নাথ। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –