• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় বেগুনের বাম্পার ফলন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২  

পঞ্চগড়ের বোদা উপজেলায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। পবিত্র রমজান মাসের কারণে বেগুনের দাম ভালো পাওয়ায় বেগুনচাষিরাও খুশি। চাষিরা জানান, বেগুন চাষে লাভবান হচ্ছেন তারা। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার কয়েকটি ইউনিয়নের বেগুনের চাষ হয়েছে। তবে তুলনামূলক বেশী চাষ হয়েছে ঝইল শালশিরী ইউনিয়নে। 

ওই ইউনিয়নের চাষিরা জানান, পাইকারি দরে বর্তমান বাজারে বেগুন ক্ষেত হতে প্রতি কেজি বেগুন ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে বেগুন ৩৫ হতে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

জানা গেছে, স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রফতানি করা হচ্ছে এখানকার উৎপাদিত বেগুন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, চলতি মৌসুমে বেগুন চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ২ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশী জমিতে বেগুন চাষ হয়েছে। উপজেলা কৃষি বিভাগ বেগুন চাষিদের আরও বেশী করে বেগুনচাষ করতে বিভিন্ন রকমের সহায়তা ও পরামর্শ দিয়ে আসছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –