• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পঞ্চগড়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু  

প্রকাশিত: ১৯ মে ২০২২  

পঞ্চগড়ে সাপের কামড়ে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্তবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নুর ইসলাম ওই ইউনিয়নের বড়কামাত এলাকার রফিক ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নুর ইসলাম সীমান্তবাড়ি এলাকায় একটি বাড়িতে গিয়ে লোকজনকে ডেকে বলে আমাকে সাপে কামর দিয়েছে। একথা বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিব উল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, জমির আল দিয়ে সাইকেল চালিয়ে খেতে যাবার সময় তাকে বিষধর সাপে কামড়ায়। পরে সাইকেল রেখে সে দ্রুত পাশেই একটি বাড়িতে এসে ঘটনাটি জানানোর পরমুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –