• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে টিসিবির পন্য বিতরণ শুরু

প্রকাশিত: ২২ জুন ২০২২  

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  বুধবার (২২ জুন) পঞ্চগড় পৌরসভার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। 

এসময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলায় ১৬ জন ডিলারের মাধ্যেমে ৬৯ হাজার ৭৫ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় ৩য় পর্বে ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল এবং ১১০ টাকা কেজি দরে ২ লিটার করে সয়াবিন তেল দেয়া হচ্ছে। 

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, গত পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী ১ কোটি নিম্ন আয়ের মানুষকে টিসিবির পন্য দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সেই ১ কোটি মানুষকে এবারও টিসিবির পন্য সুলভ মুল্যে বিতরণ করা হচ্ছে। এবার ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল এবং ১১০ টাকা কেজি দরে ২ লিটার করে সয়াবিন তেল দেয়া হচ্ছে। সুশৃংখলভাবে টিসিবির পন্য বিতরণ বিতরণে ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –