• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

চলতি মৌসুমে দেবীগঞ্জে আউশের বাম্পার ফলন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২  

চলতি মৌসুমে দেবীগঞ্জে আউশের বাম্পার ফলন                   
চলতি মৌসুমে পঞ্চগড়ের দেবীগঞ্জে আউশ ধানের ভালো ফলন হয়েছে। এতে খুশি কৃষক ও কৃষি বিভাগ। এর কারণ হিসেবে কৃষি বিভাগ বলছে, আউশ ধান চাষে খরচ কম। বোরো কাটার পর এবং আমন ধান রোপণের পূর্বে জমিতে আউশ ধানের চাষ হয়ে থাকে। ফলনও হয় বিঘাপ্রতি ১৬/১৮ মণ পর্যন্ত। এ এলাকাতে ব্রি-৪৮, ব্রি-৫৫, ব্রি-৮২ জাতের ধান চাষ করেছেন কৃষকরা। এ ধানের আয়ুষ্কাল ৯৬-১১০ দিনের মতো।

কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে, মার্চের শেষে বীজ বপন, মে মাসে চারা রোপণ ও আগস্ট মাসে ধান কেটে আমন ধান সহজে রোপণ করা যায়। কোনো বিঘ্ন ঘটে না। অল্প সেচে স্বল্প খরচে সব মিলিয়ে ফসলটি খুবই লাভজনক। তাই উপজেলায় আউশ ধানের চাষ ক্রমেই বাড়ছে।

জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি গ্রামের কৃষক গোলম কিবরিয়া তার এক একর জমিতে ব্রি-৮২ জাতের আউশ ধান লাগিয়েছেন। তিনি জানান, ধান রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৯ হাজার টাকা। ধান পেয়েছেন প্রায় ৫০ মণ। বাজার দর হিসেবে ধানের দাম আসে ৪০ হাজার টাকা। খড় বিক্রি করেছেন ৭ হাজার টাকার| যা অতিরিক্ত লাভ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান জানান, দেবীগঞ্জে এবার প্রায় ২০০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –