• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২  

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ                   
পঞ্চগড়ের মাড়েয়া বামুন পাড়া ইউনিয়নে করোতোয়া নদীতে ভয়াবহ নৌ দুর্ঘটনায় নিহত পরিবারদের মাঝে অনুদান ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। 

শুক্রবার বিকেলে বোদা উপজেলার তেপুকুরিয়া শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে এই অনুদান বিতরণ করা হয়।

 নিহত ও নিখোঁজ ৭২ পরিবারের প্রতিনিধিদের হাতে দুই হাজার টাকা এবং শাড়ি তুলে দেয়া হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পঞ্চগড় জেলা শাখা ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় শাখা এই নৌ দুর্ঘটনায় নিহতদের আত্মার কল্যান কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক। এসময় নিহতদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এসময় বক্তব্য রাখেন । 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –