– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

মাইক্রোবাসের ধাক্কায় হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না নার্সের

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কুমতি রানী রায় (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। এ ঘটনায় কাইয়ুম নামে থ্রি হুইলারের অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কুমতি রানী উপজেলার পামুলি ইউপির সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী। তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে ২ জন যাত্রী নিয়ে সাকোয়ার উদ্দেশে রওনা হন। গাড়িটি চুলিয়ার মোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক কুমতি রানী রায়কে মৃত ঘোষণা করেন। 

এদিকে স্থানীয়নারা মাইক্রোবাসটিকে আটক করে পুলিশকে খবর দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যান।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। মাইক্রোবাসটিকে পুলিশের হেফাজতে নেন। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –