• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাইক্রোবাসের ধাক্কায় হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না নার্সের

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কুমতি রানী রায় (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। এ ঘটনায় কাইয়ুম নামে থ্রি হুইলারের অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কুমতি রানী উপজেলার পামুলি ইউপির সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী। তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে ২ জন যাত্রী নিয়ে সাকোয়ার উদ্দেশে রওনা হন। গাড়িটি চুলিয়ার মোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক কুমতি রানী রায়কে মৃত ঘোষণা করেন। 

এদিকে স্থানীয়নারা মাইক্রোবাসটিকে আটক করে পুলিশকে খবর দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যান।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। মাইক্রোবাসটিকে পুলিশের হেফাজতে নেন। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –