• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

 
পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন উপলক্ষে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড। লেফটেন্যান্ট কর্নেল মোঃ যুবায়েদ হাসান, অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি), পঞ্চগড়;  এস এম সিরাজুল হুদা, পুলিশ সুপার, পঞ্চগড়; আব্দুল হান্নান শেখ, চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চগড়; আনোয়ার সাদাত সম্রাট, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পঞ্চগড়; মোঃ আমিরুল হক খোকন, সভাপতি, স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ;

প্রস্তুতিমূলক সভায় আগামী ০২-০৯-২৩ ইং পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সুস্থ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করা হয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –