• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ইসা মিয়া বাদল (৮০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসা মিয়া বাদল উপজেলার আজিজনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। এলাকায় তিনি বাদল মাস্টার নামে পরিচিত। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাদল মাস্টার বাইসাইকেলে আজিজনগর রোড (পকেট রোড) থেকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের কাছাকাছি গেলে সড়কটি উঁচু হওয়ায় সাইকেল থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য সড়কে ওঠার সময় পূর্বদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পাশের আনারস ক্ষেতে গিয়ে পড়ে। এতে বাদল মাস্টার গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, প্রাইভেটকার চালকের নাম শ্রাবণ (২৫)। তিনি তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার ছেলে। তিনি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, দুপুরে ইসা মিয়া ওরফে বাদল মাস্টার আজিজনগর রোড থেকে বাড়িতে যাওয়ার পথে জাতীয় মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়ে মারা গেছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করেছি। এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –