• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পঞ্চগড়ে দৈনিক বিবাহ-বিচ্ছেদ ৩টি, এগিয়ে নারীরা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে তালাক বা বিবাহ বিচ্ছেদের সংখ্যা। গত দুই বছরে প্রত্যেক দিন গড়ে ১৫টি বিবাহ নিবন্ধিত হলেও দৈনিক বিচ্ছেদের ঘটনা ঘটছে তিনটি। অর্থাৎ, বিবাহের তুলনায় ২০ শতাংশ তালাকের ঘটনা ঘটেছে এ জেলায়। তালাক দিতে এগিয়ে আছেন নারীরা।

পঞ্চগড় জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে দেওয়া তথ্যে এ পরিসংখ্যান পাওয়া যায়।

এসব বিচ্ছেদের পেছনে পরকীয়া, যৌতুক, অপরিণত বয়সে বিয়ে, নৈতিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের অভাব, মোবাইল ফোনের অপব্যবহার, দাম্পত্য কলহসহ বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা।

পঞ্চগড় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্যমতে, জেলার ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা মিলে ২০২২-২৩ অর্থ বছরে ৫ হাজার ৬৫১টি বিবাহ নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে তালাক হয়েছে এক হাজার ১৫৯টি। একইভাবে ২০২১-২২ অর্থ বছরে বিবাহ নিবন্ধিত হয়েছিলো ৬ হাজার ৭৪টি। আর বিচ্ছেদ হয়েছে এক হাজার ১১৩টি। এই একবছরের হিসেবে বিবাহ নিবন্ধন কমেছে ৪২৩টি, আর তালাক বেড়েছে ৪৬টি।

জানা গেছে, জেলার ৪৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ৪৭ জন নিকাহ রেজিস্ট্রার রয়েছেন। তারাই এই বিবাহ নিবন্ধন ও তালাকনামা সম্পন্ন করেছেন।

পঞ্চগড় পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার মাওলানা আরাফাত ইদ্রিস। একইসঙ্গে তিনি পঞ্চগড় সদর উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি।

আরাফাত ইদ্রিস বলেন, দুই বছরে পঞ্চগড় সদর উপজেলায় মোট ৬০৮টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এসব বিচ্ছেদের অধিকাংশই মেয়েদের পক্ষ থেকে হয়েছে।

পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী মেহেদী হাসান মিলন বলেন, প্রতিনিয়তই বিচ্ছেদের ঘটনা ঘটছে। এসব পারিবারিক সমস্যা আদালত পর্যন্ত গড়াচ্ছে। মূলত দাম্পত্য কলহ দিয়ে শুরু হয়ে রূপ নেয় বিচ্ছেদে। যৌতুক, পরকীয়া এবং ছেলে মাদকাসক্ত হলে দাম্পত্য কলহ হয়। এছাড়া ছেলে-মেয়েদের অমতে বিয়ে, একে অপরের পছন্দ না হওয়া, পরিবারের অমতে গোপনে বিয়ে এবং অপরিণত বয়সের বিয়েগুলোও স্থায়ী হয়না। 

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, গ্রাম আদালত পরিচালনা করতে গিয়ে অনেক সময় বিচ্ছেদের বিষয়গুলোও সামনে আসে। নৈতিক অবক্ষয় এবং সামাজিক ও ধর্মীয় শিক্ষার অভাবের কারণে ছেলে-মেয়েরা এমন সিদ্ধান্ত নিচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –