• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জয় দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের   

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

জয় দিয়ে আফগানিস্তান যুব দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১৬ রানে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিলেট আন্তর্র্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর ৬০ রানের জুটি গড়েন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা। নাবিল ৪২ ও মোল্লা ২২ রানে আউট হলে, বিপদ বাড়ে বাংলাদেশের। ছয় নম্বরে থেকে পরের দিকের ব্যাটসম্যানরা এক অংকেই বিদায় নেন। 

এক প্রান্ত আগলে দলকে মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক মেহরব হাসান। শেষ পর্যন্ত ৩৮ দশমিক ৩ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ৫৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করেন মেহরব। আফগানিস্তানের বিলাল সামি ২১ রানে ৪ উইকেট নেন।

১৫৪ রানের পুঁজি নিয়ে দারুন লড়াই করেন বাংলাদেশের বোলাররা। ৪৮ দশমিক ২ ওভারে ১৩৮ রানে আফগানিস্তানকে অলআউট করে দেয় তারা। চারজন ব্যাটসম্যান দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সুলিমান সাফি। বাংলাদেশের রিপন মন্ডল ২০ রানে ৪ উইকেট নেন।

একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ ১২ সেপ্টেম্বর।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –