• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান স্প্যানিশ তারকা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

বিশ্বকাপ ফুটবল আর আর্জেন্টিনার দুঃখ যেন এক সুতোয় গাঁথা। কখনো কোয়ার্টার ফাইনাল, কখনো সেমি আবার কখনো ফাইনালের মঞ্চে গিয়ে বারবার হোঁচট খেতে হয়েছে আর্জেন্টিনাকে। সব দুঃখ ভুলে এবার নতুন আশায় কাতারে পা রেখেছে মেসিরা। অনেকের মতো মেসির হাতেই এবারের ট্রফিটা দেখতে চান তার সাবেক সতীর্থ স্প্যানশ তারকা পেদ্রী।

বার্সেলোনায় মেসিকে দীর্ঘদিন সতীর্থ হিসেবে পাওয়া পেদ্রি মনে করেন তার দল বিশ্বকাপ শিরোপা জিততে পারে, না হলে সেটা যাবে মেসির ঘরে। এ সম্পর্কে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি মেসি একটা বিশ্বকাপ ডিজার্ভ করে। আশা করি শিরোপাটা আমরা (স্পেন) জিতব। কিন্তু স্পেন না পারলে সেটা যেন আর্জেন্টিনাই জিতে।’

২০১৪ সালে ফেবারিট হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসির আর্জেন্টিনা। সেবার ফাইনালেও খেলে তার দল। কিন্তু জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের, অপেক্ষা বাড়ে আরো চার বছর। কিন্তু রাশিয়া বিশ্বকাপ থেকেও খালি হাতে ফিরতে হয় আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা এবারো ফেবারিটের তকমা নিয়ে নামছে।

এবারের বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর, ইকুয়েডর ও কাতারের ম্যাচ দিয়ে। লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরব তাদের প্রথম প্রতিপক্ষ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তাদের বিপক্ষে মাঠে নামবে ২৬ ও ৩০ নভেম্বর।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –