– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী)- ২০২৩ উদযাপন উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ১০টায় সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রদীপ কুমার ঘোষ এর সভাপতিত্বে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। 

শোভাযাত্রাটি পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ সম্মুখ হতে শুরু হয়ে জেলা শহরস্থ গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। 

শোভাযাত্রা শেষে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন-জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়; এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পঞ্চগড়; কল্যাণ কুমার ঘোষ, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখা; বিদ্যা রায়, দপ্তর বিষয়ক সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, পঞ্চগড় জেলা শাখা প্রমূখ।

আলোচনা সভায় বক্তাগণ শ্রীকৃষ্ণের জীবনাদর্শন ও মহানুভবতা উল্লেখ পূর্বক তার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় হিন্দু সম্প্রদায় এবং দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –