• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

আটোয়ারীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়লেন যুবক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার হরদেব চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানান, পলাশ জন্মগতভাবে শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী। যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াতেন তিনি। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে কিসমত রেললাইন ধরে হাঁটছিলেন পলাশ। আনমনে চলার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাহেদ বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবক শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বলে জানতে পেরেছি। ঘটনার পরই রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –