• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

 
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

 সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ এম এইচ হাফিজুর রহমান (এসপিপি, পিএসসি)  বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী নিরমান সিং। 

আলোচ্য বিষয়ঃ শিলিগুড়ি  বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী নিরমান সিং এর বর্তমান সেক্টর হতে বদলি জন্য শুভেচ্ছা বিনিময় করেন। উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে সেবিষয়ে আলোচনা করেন।
উভয় সেক্টর কমান্ডারগন সীমান্ত হত্যা বন্ধের বিষয় নিয়ে আলোচনা করেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, বাংলাদেশী চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে ফায়ার না করে আটক করে আমাদের কাছে  হস্তান্তর  করার জন্য অনুরোধ করেন এবং আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো বলে জানায়। 

পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ন এবং  উভয়দেশের মঙ্গল কামনা করে সৌজন্য সাক্ষাত শেষ হয় এবং উভয় দেশের কমান্ডারগণ নিজ নিজ দেশের উদ্দেশ্য প্রত্যাগমন করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –