• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৮ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
১৫৯ উপজেলাকে গৃহ-ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী টিউলিপ চাষ করে ৪০ হাজার টাকার চেক পেলেন নারী চাষিরা পূর্ণাঙ্গ কমিটি পেল গাইবান্ধা জেলা আ.লীগ ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সজাগ সরকার ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে মিলবে অনলাইনে: রেলমন্ত্রী

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

দিনাজপুরে আগুনে পুড়ে জাহানারা বেগম (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ঢাডিশাইল গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। তার শরীরের হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, ঠিক কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা নিশ্চিত নয়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –