– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

রংপুর পুলিশকে বাণিজ্যমন্ত্রীর আল্টিমেটাম

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

রংপুর মেট্রোপলিটন পুলিশকে আল্টিমেটাম দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর মেট্রোপলিটন এরিয়াতে এক মাসের মধ্যে মাদক নির্মূল ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। একইসঙ্গে নগরের শৃঙ্খলা বজায় রাখতে আরও গতিশীল হতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আল্টিমেটাম দেন তিনি।

পুলিশের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছে তারা পরবর্তীতে পুলিশের মেডিকেল সেবা যেন নিতে পারে সে সুযোগও রাখতে হবে।

রক্তদানে সবাইকে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সবাইকে মানবিক হতে হবে। যেকোনো মানুষের প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার শাহা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –