– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

পরকীয়া প্রেমের জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

রংপুরের পীরগঞ্জে পরকীয়া প্রেমের জেরে মোস্তাফিজুর রহমান চেংটু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চতরা ইউপির (ফকিরপাড়া) পুকুরপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান চেংটু চতরা ইউপির আগা চতরা গ্রামের বয়েস প্রধানের ছেলে এবং পেশায় একজন কৃষক।

জানা যায় , মোস্তাফিজুর রহমান চেংটুর সঙ্গে একই গ্রামের রুস্তম আলীর স্ত্রী রওশন আরা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে রুস্তম আলী সন্দেহ করতেন। এ নিয়ে উভয়ের মধ্যে মাঝে মধ্যেই বাগবিতণ্ডা হতো।

এরই জেরে রোববার রাত ১০টার দিকে চেংটু চতরা বাজার থেকে বাড়ি ফেরার পথে চতরা (ফকিরপাড়া) পুকুরপাড়ের ধারে বটগাছের নিচে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা রুস্তম তার হাতে থাকা ছুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় চেংটুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে রুস্তম পালিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চেংটুকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে মারা যান তিনি।

পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নিহত মোস্তাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে সোমবার মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে রুস্তম পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –