• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

১০০ কোটি টাকার আধুনিক নৌ-টার্মিনাল হবে চাঁদপুরে

প্রকাশিত: ১ জুন ২০২৩  

চাঁদপুরে ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি আধুনিক নৌ-টার্মিনাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। 

তিনি বলেন, শিগগিরই ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌ-টার্মিনাল করা হবে চাঁদপুরে। ২০২৫ সালের মধ্যেই এই টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে।

শুক্রবার (২৬ মে) দুপুরে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনাল ভবনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশে সদরঘাটের পরে যাত্রী সংখ্যা বিবেচনায় চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। দীর্ঘদিন এ বন্দরের কোনো উন্নয়ন হয়নি। চাঁদপুরবাসীর দিকে তাকিয়ে সরকার বিশ্বব্যাংকের উদ্যোগের সঙ্গে মিলে একটি টার্মিনাল নির্মাণ করবে। চুক্তি হয়েছে। আশা করি, শিগগিরই আমরা কাজ শুরু করব।

কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, বর্তমানে ঢাকা থেকে চাঁদপুরে সড়ক যোগাযোগব্যবস্থা অত্যন্ত ভালো। আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টার মধ্যে চলে আসা যায়। তারপরও লঞ্চের যাত্রী কমেনি। নৌপথে যাত্রা অনেক নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী বলেই মানুষ এই পথই বেছে নেন। আমরাও নৌ পথে যাত্রাকে আরামদায়ক করার সব ব্যবস্থা নেব।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক সাহাদাত হোসেনসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –