– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

বেরোবিতে অধ্যয়নরত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদান

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

বেরোবিতে অধ্যয়নরত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদান              
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর রংপুরের যে সকল শিক্ষার্থী এ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বৃত্তি দিয়েছে প্রান্তিক ফাউন্ডেশন বাংলাদেশ। ৫০জন শিক্ষার্থীকে ১ হাজার করে টাকা বৃত্তি দেওয়া হয়।  

বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেয়া হয়। স্যাকরামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি এসোসিয়েশন (সাবা)-এর অনুদানে এই বৃত্তি দেওয়া হয়। 

এ সময়ে প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিউল আজম নিশার খান বলেন, প্রান্তিক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের সংকটকালে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মোহাম্মদ আজিজুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মোঃ জাহিদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ-উল-হাসান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –