• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মিসর সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সোমবার শারম-আল-শেখ রিসোর্টে দুই নেতার বৈঠকের কথা ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক দশকের মধ্যে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটিই প্রথম প্রকাশ্য মিসর সফর।

সিসির দপ্তর থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলার পরিকল্পনা ছিল। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার উপায় নিয়েও আলোচনা হওয়ার  কথা।

জানা গেছে, চলতি বছরের জুন মাসে ক্ষমতায় আসার পর আগস্টে নাফতালি বেনেটকে সফরের আমন্ত্রণ জানান সিসি। সেই আমন্তণে সাড়া দিয়ে সোমবার দেশটি সফরে যান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –