– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ডভ্যান চাপায় স্বামী নুর ইসলাম (৪৫) এবং স্ত্রী জোসনা বেগম (৪২) নিহত হয়েছেন। 

বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ি বাসামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডী এলাকার রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম এবং তার স্ত্রী জোসনা বেগম। 

স্থানীয়রা জানান, রাতে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আত্মীয়কে দেখতে নুর ইসলাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। পথে নিজবাড়ি বাসামোড় এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নুর ইসলাম ও জোসনা বেগম সড়কে ছিটকে পড়েন। পরে নুর ইসলাম ও জোসনা বেগমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –