• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

 
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছেন উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।

শুক্রবার (২৫ আগস্ট) তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ বৃষ্টিপাত রেকর্ড করে। গতকাল বৃহস্পতিবার ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ শুক্রবার সকালে তেঁতুলিয়ায় ১০১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৯৯ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –