– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

বঙ্গবন্ধু`র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

 
দেবীগঞ্জ উপজেলা মহিলা লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২৩ পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার সপ্নার সভাপতিত্বে উপজেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে 
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্তিত ছিলেন- নুরুল ইসলাম সুজন এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় ও সভাপতি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগ। গিয়াস উদ্দিন চৌধুরী, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, দেবীগঞ্জ; সাবিরা শারমিন ডলি, সাধারণ সম্পাদক, উপজেলা মহিলা আওয়ামীলীগ, দেবীগঞ্জ প্রমূখ।

এসময় রেলপথ মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলকে হত্যার সঙ্গে জিয়াউর রহমান এবং ২০০৪ সালের ২১আগস্টে গ্রেনেড হামলায় তারেক রহমান প্রত্যক্ষ জড়িত ছিলেন ও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের জন্য কাজ করার আহ্বান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –