– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

বোদায় বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড়ের বোদায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে নুরু ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বোদা উপজেলার সদরের মন্নাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী রিক্তা বেগম ও স্থানীয়রা জানান, নুরু ইসলাম পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে অচেতন অবস্থায় প্রথমে বোদা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ বলেন, অটোরিকশাচালক নুরু ইসলাম রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান। তবে পুলিশ প্রাথমিক সুরতহাল করেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –