• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাতের তথ্য শনিবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানায় স্টকহোমের বাংলাদেশ দূতাবাস।

টুইটে দূতাবাস জানায়, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসানের সাক্ষাতে যার যার নিজস্ব আগ্রহের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা, সবুজ প্রযুক্তি, স্মার্ট সিটি ও কৃষি খাত নিয়ে আলোচনা হয়। এছাড়া বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত।  

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান গত ১৩ জুলাই দূতাবাসে যোগদান করেন। গত ১০ মার্চ এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন অনু বিভাগ) মেহেদী হাসানকে সুইডেনে দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

কূটনীতিক মেহেদী হাসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সেলরের দায়িত্ব পালন করেন। মেহেদী হাসান মস্কো এবং নিউ দিল্লির বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –