– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

যেখানে উড়ছেন রোনালদো

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিয়মিত রেকর্ড গড়ছেন এবং ভাঙছেন। বর্তমানে তার ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৫। সৌদি প্রো লিগে আজ আল নাসরের ৩-১ গোলের জয়ে শেষ গোলটি করেছেন পর্তুগিজ কিংবদন্তি।

আল রায়েদের মাঠে বিরতির ঠিক আগে আল নাসরের প্রথম গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড তালিসকা। 

খেলার ৭৮ মিনিটে এই তালিসকার পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে বা পায়ের তীব্র শটে গোল করেন রোনালদো।

চলতি লিগে ৫ ম্যাচে রোনালদোর এটি সপ্তম গোল। সব মিলিয়ে ২৪ ম্যাচে সৌদি ক্লাবটির হয়ে ২১ গোল করলেন তিনি। ৯৭৩ ক্লাব ম্যাচে তার গোল দাড়ালো ৭২২। পর্তুগালের হয়ে ২০১ ম্যাচে ১২৩ গোল রয়েছে রোনালদোর।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –