– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

বিপিএলে নতুন দলে হৃদয়

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্ট মাঠে গড়াতে আরো মাস তিনেক বাকি। তবে এখন থেকেই দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সেই ধারবাহিকতায় প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তাওহীদ হৃদয়কে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে হৃদয়কে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

তারা লিখেছে, অপেক্ষার প্রহর শেষ! তাওহীদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য। হৃদয়কে দলে ভেড়ানোর পাশপাশি ধরে রাখা ৩ ক্রিকেটারের তালিকাও নিশ্চিত করেছে কুমিল্লা। 

গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে খেলা লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্সরা। এবারের আসর মাঠে গড়াবে আগামী জানুয়ারীর শুরুর দিকে। তার আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –