• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মাকে পিটিয়ে হত্যা! ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২  

গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। আজ দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন বিকেলে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চায়। সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল। এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে গেলে তাকে ক্রিকেট খেলার ব্যাট দিতে আঘাত করে জিয়াউল। 

গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতে মারা যান জোহুরা বেগম। এ ঘটনার পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –