• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সাদুল্লাপুরের ৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

সাদুল্লাপুরের ৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে                       
গাইবান্ধার সাদুল্লাপুরের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট অনুষ্ঠিত হওয়া তিন ইউপি হলো- জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া। তিন ইউপির মোট ২৯টি কেন্দ্রে ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার লুৎফর রহমান বলেন, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটের মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের টিমও থাকছে। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –