• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জীবনযাত্রার মানোন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছে সরকার

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল ও দূরদর্শী নেতৃত্বে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করার মধ্যদিয়ে তাদের আস্থা জোরদারে সর্বদা এসব জনগোষ্ঠীর পাশে রয়েছি।

শনিবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিতে নিজ বাড়িতে হতদরিদ্র ৪৮ পরিবারকে আর্থিক সহযোগিতার ২৪ লাখ টাকার চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থিক মন্দা অবস্থা বিরাজ করলেও বাংলাদেশ বর্তমানে অর্থনেতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। আমরা করোনাভাইরাস চলাকালে কিছু সমস্যা মোকাবেলা করেছি। দেশে এখন কোনো সংকট নেই।

বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে কোনো খাদ্য সমস্যা নেই। বর্তমানে কেউ আর না খেয়ে থাকে না। সরকার সব ভোগ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকির ব্যবস্থা করেছে যেন তারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করতে পারে।

শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে এবং সফলভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ আগামী বছরগুলোতে আরো এগিয়ে যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –