• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মুজিববর্ষ উপলক্ষে আটোয়ারীতে আনসার সদস্যদের মাঝে খাদ্য সহায়তা     

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১  

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহপরিচালকের পক্ষ থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গতকাল আয়োজনে মঙ্গলবার(৩১ আগস্ট) নিজস্ব কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ও বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলা কমান্ডের নির্দেশনা মোতাবেক উপজেলার ৬ ইউনিয়নে মোট ৬০ জন অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাকে খাদ্য সহায়তার প্যাকেজ প্রদান করা হয়। প্রতি প্যাকেজে চাল, মসুর ডাল,আলু , পিঁয়াজ, সাবান ও মাস্ক দেয়া হয়েছে।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আনসার বাহিনীর কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেন, আনসার ভিডিপির ইউনিয়ন লিডারগণ , সুবিধাভোগী অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্য/সদস্যা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –