• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে’ 

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১  

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বারবার বিকৃত করার চেষ্টা করেছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। এজন্য তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এ অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে তরুণদের মোবাইলে আসক্তি কমিয়ে বেশি বেশি বই পড়তে হবে।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেলপথ মন্ত্রী রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বইয়ের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। চার দিনব্যাপী এ বইমেলায় জেলার ২৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রতিদিন আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –