• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের জেলা পঞ্চগড়ে

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট দিনদিন বেড়েই চলছে। উত্তরদিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম ও ঘন কুয়াশার কারণে জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে জেলার মানুষ। চলতি শীত মৌসুমের শুরু থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই পঞ্চগড়েই।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আবারো সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

পঞ্চগড়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সন্ধ্যা হলেই হিমেল হাওয়া ও কুয়াশায় আচ্ছাদিত হয় পুরো জেলা। ভোর থেকে তা আরো তীব্র হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও থাকে না তেমন উত্তাপ। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে ঘর থেকেই বের হতে পারছে না শ্রমিক, কৃষক, দিনমজুররা।

জেলা প্রশাসন বলছে, চলতি শীত মৌসুমে পঞ্চগড়ের ৫ উপজেলা ও ৩টি পৌরসভায় ২৩ হাজার ৬০০ শীতবস্ত্র উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে শীতবস্ত্রের চেয়ে চাহিদা চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, গত ৪ জানুয়ারি, ১ জানুয়ারি এবং ২০২১ সালের ২৫ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরাঞ্চলের এ শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –