• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

বিশেষ চাহিদা সম্পন্ন ও অটিজম শিশুদের মনে উৎসাহ প্রদান ও আত্মবিশ্বাস সৃষ্টি করার জন্য পঞ্চগড়ে খেলাধুলা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। 

এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দৌড়, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। পরে তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে জেলা সদরের বেশ কয়েকটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ আয়োজনে মেতে উঠে। শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও দেশ এনজিওর প্রধান নির্বাহী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –