• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শীত উপেক্ষা করে বোদায় ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

শীত উপেক্ষা করে বোদায় ভোটগ্রহণ শুরু                             
শীত উপেক্ষা করে পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দ্বিতীয় বারের মতো বোদা পৌরসভার ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকেল সাড়ে চার পর্যন্ত।

জানা যায়, বোদা উপজেলার ৯টি ভোট কেন্দ্রের ৪৮ বুথে ১৪ হাজার ৫১২ জন ভোটার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৬১ জন।

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত পুরুষ আসনে ২৯ জন ও নারী আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন পুলিশ সদস্য ও দুইজন আনসার থাকবেন। এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।   

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –