• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

পঞ্চগড়ে দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা                     
পঞ্চগড়ের বোদায় অভিযান চালিয়ে দুই অবৈধ ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) পঞ্চগড় জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযানে বোদা উপজেলার মুন্নাপাড়া এলাকার মেসার্স বি বি ব্রিকস এবং ভাসাইনগর এলাকার মেসার্স এম এল এম ব্রিকস নামের দু’টি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স বি বি ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এম এল এম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ অভিযানে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্বপালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –