• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের  

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের                           
পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় বদিউজ্জামান খাঁন বদি (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার জগদল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউজ্জামান তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মেরাজুল ইসলামের ছেলে। তিনি মন্ডলপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বদিউজ্জামান খাঁন রাতে মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে আসছিলেন। জগদলের মাদরাসা এলাকায় পৌঁছালে সামনে কোনো এক যানবাহন পড়লে তিনি হাইড্রোলিক ব্রেক চাপলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য সেখান থেকে রংপুরে পাঠানো হয়। পরে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –