• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বৈদ্যুতিক খুঁটি গায়ে পড়ে বেরোবির দুই শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

বৈদ্যুতিক খুঁটি গায়ে পড়ে বেরোবির দুই শিক্ষার্থী আহত                                    
ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি গায়ে পড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লালবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে সাতমাথা যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পাশ দিয়ে যাওয়া বেরোবির পদার্থ বিজ্ঞান বিভাগের সানভির ও বাংলা বিভাগের তারিফ নামে দুই শিক্ষার্থীর গায়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের সামনে দ্রুতগতির যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও আটক ড্রাইভার ও সহযোগীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান চালক এনামুল ও তার সহযোগী আল আমিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –