• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে কষ্টিপাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার সকালে মূর্তিটি পরীক্ষার জন্য  নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে প্রেরণ করা হয়৷ 

এর আগে গতকাল শুক্রবার রাতে জেলার সদর উপজেলার অমরখানা ইউপির টোকা পাড়া সীমান্ত এলাকার ৫শ গজ ভেতরের একটি বসত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্ত টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে। 

জানা যায়, জেলা সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকা পাড়া সীমান্ত এলাকার একটি বসত বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল মূর্তিটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় অভিযান পরিচালনাকালে ওই বসত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি উদ্ধার করে বিজিবি সদস্যরা। পরে সেটি পরীক্ষা-নিরিক্ষার জন্য শনিবার সকালে নীলফামারী ব্যাটালিয়নে প্রেরণ করা হয়। এদিকে বস্তুটির ওজন পাওয়া গেছে ৯৫ কেজি ৮০০ গ্রাম।

নীলফামারী- ৫৬ বিজিবির লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পাথরটি কষ্টিপাথর না অন্য কিছু তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। তবে এটা পরীক্ষার মূল্যবান কোন কিছু হয়ে থাকলে তা মিউজিয়ামে রাখার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –