• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

পঞ্চগড় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু                  
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মঙ্গলবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। 

মেলায় সরকারি বেসরকারি সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান ৪০টি স্টলে তাদের প্রদর্শনী নিয়ে অংশগ্রহণ করে। অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এবার অন্যতম আকর্ষণ শিক্ষার্থীদের উদ্ভাবনী অলিম্পিয়াড। এই স্টলগুলো শিক্ষার্থীদের তাদের দক্ষতায় বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছে। দর্শনার্থীরা শিক্ষার্থীদের এমন উদ্ভাবন দেখে তাদের উৎসাহিত করছেন। নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরাও। সেই সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেসব সেবা দিচ্ছেন তা তুলে ধরছেন। নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে আগামীর বাংলাদেশে মানুষ সহজেই দোরগোড়ায় সেবা পাবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। 

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়. সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা বক্তব্য রাখেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –